অনলাইন পড়াশোনা

পড়াশোনা এখন অনলাইনে

অনলাইন পড়াশোনা

পড়াশোনা এখন অনলাইনে

সমাজতত্ত্ব

ভূমি সংস্কার কি? ভারতে ভূমি সংস্কার কেন প্রয়োজন? ভারতের ভূমি সংস্কারের গুরুত্ব কি?

ভূমি সংস্কার কি? ভারতে ভূমি সংস্কার কেন প্রয়োজন? ভারতের ভূমি সংস্কারের গুরুত্ব কি?
ভূমি সংস্কার কি? ভারতে ভূমি সংস্কার কেন প্রয়োজন? ভারতের ভূমি সংস্কারের গুরুত্ব কি?

ভূমি সংস্কার কি? ভারতে ভূমি সংস্কার কেন প্রয়োজন? ভারতের ভূমি সংস্কারের গুরুত্ব কি?

দেশের কৃষি কাঠামোর প্রাতিষ্ঠানিক উপাদান সমূহের ভূমি সংস্কার। কৃষি কাঠামোর তান্ত্রিক মডেল ও নিশ্চিত প্রজাস্বত্ব, ভূমি রাজস্বের উচ্চ হার, জোতের খন্ডিকরন উপাদান গুলি কর্মসাহিতার হ্রাস, উৎপাদনশীলতার অবনমন এবং ও দুর্ভিক্ষের মতো সমস্যা কি প্রকট করে তোলে। আর এই রূপ পাকিস্তানের দূরীকরণ তথা কৃষক এবং কৃষির উন্নয়নার্থে ভূমি সংস্কার। অবশ্য ভূমি সংস্কার এবং উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োগ মূলক পদক্ষেপ পরস্পর সম্পর্কযুক্ত। ভূমি সংস্কারের সার্থক উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োগকে ত্বরান্বিত করে উন্নয়ন প্রক্রিয়াটি দ্রুত গতি সম্পন্ন হয়ে ওঠে। এই প্রসঙ্গে ভারতের ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা গুরুত্বকে নিম্নরূপে উপস্থাপন করা যেতে পারে।

কৃষকদের উন্নয়নমুখীনতা সৃষ্টি-

কৃষক সম্প্রদায়ের মধ্যে মানসিকতা গঠনে সংস্কারের প্রয়োগ আবশ্যক। যার মাধ্যমে প্রযুক্তির প্রয়োগ সূত্রে সুফল পাওয়া সম্ভব হবে।

সামন্ততান্ত্রিক শোষণের অবসান-

ভূমি সংস্কারের মাধ্যমে প্রকৃত চাষিরা সুবাদে উচিত পরিশ্রম এবং বিনিয়োগের মাধ্যমে বৃদ্ধি পাবে।

সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা-

সমাজতাত্ত্বিকদের অন্যতম একটি লক্ষ্য হলো সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশিকা প্রদর্শন করা। এই নিরিখে ভূমি সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক কাঠামোর মধ্যকার আয় ও সম্পদ বন্টনের ব্যাপক বৈষম্য দূরীকরণ সম্ভব হবে। কারণ এই প্রক্রিয়াটির মাধ্যমে জমি উদ্ধার করে তা ভূমিহীনদের মধ্যে বন্টনের মাধ্যমে এ বিচার প্রতিষ্ঠা সম্ভব হতে পারে।

সর্বসাধারণকে পরিকল্পিত অর্থ ব্যবস্থাভুক্ত করা-

ভারত মূলত কৃষিভিত্তিক দেশ দেশের অধিকাংশ মানুষই কোন না কোন ভাবে সঙ্গে যুক্ত তাই ভূমি সংস্কারের মাধ্যমে পিসি কাঠামো গঠিত হলে উন্নতির ধারাতে জনগণের আর্থসামাজিক উন্নতি ঘটবে।

স্বল্প ব্যয় উৎপাদন-

ভূমি সংস্কারসূত্রে কৃষি ক্ষেত্রে এক পরিস্থিত বাতাবরণ সৃষ্টির মাধ্যমে উৎপাদন ব্যয় বৃদ্ধি না করে উৎপাদনশীলতার বৃদ্ধি সম্ভা বলে দাবি করা হয়। প্রকৃত চাষিরা ভূমির মালিকানা স্বত্ব লাভ করার ফলে তাদের মধ্যে উদ্যম উদ্দীপনা বৃদ্ধি পায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিরাপত্তা সৃষ্টি-

ভূমি সংস্কার ব্যবস্থার যত প্রযুক্ত ভূমি সত্য নীতি অনুযায়ী প্রকৃত চাষিরা এখানে সত্য লাভ করার ফলে তাদের মধ্যে ভূমি বিচ্ছিন্নতা এবং ভূমিহীনতার অনুভূতির পরিবর্তে নিরাপত্তার অনুভূতি এবং উৎপাদনে উদ্যান বৃদ্ধি পায়।

মধ্য সত্যভোগী বিলোপ সাধন ও শোষণের অবসান-

ভূমি সংস্কারস হচ্ছে জাতীয় নীতির ভিত্তিতে অর্থনীতি পরিচালিত হওয়ায় সুফল ভোগে সমর্থ্য হবে। যেখানে কৃষকরা উচ্চ হারে খাজনা প্রদান এবং মজুরি গ্রহণের মাধ্যমে মুক্তি পাবে। এর ফলেই তাদের মধ্যকার দারিদ্রতা দুর্ভিক্ষ অপুষ্টি এবং কর্মহীনতা মূলক পরিস্থিতি অনেকাংশেই দূরীভূত হবে।

কৃষি প্রযুক্তির উন্নতি বিধান-

ভূমি সংস্কারের সূত্রে বিদ্যুৎ সরবরাহ যোগাযোগ ব্যবস্থার বিস্তার ঋণের সুযোগ সুবিধা এবং সমবায় ব্যবস্থার সুযোগ সুবিধা প্রাতিষ্ঠানিক সংস্কার ঘটতে পারে।

পরিশেষে বলা যায় দেশে প্রগতিশীল এক কৃষি কাঠামো গঠন প্রতিষ্ঠা সমাজতান্ত্রিক ঝাঁঝের সমাজ কাঠামো গঠনের উদ্দেশ্যে ভূমি সংস্কার কর্মসূচি গ্রহণ এবং তার বাস্তবায়ন একান্তই প্রয়োজন।

ajkersornerdam

'ajkersornerdam.com' একটি এডুকেশনাল ব্লগ। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব, দর্শন, অর্থনীতি, কম্পিউটারসহ যাবতীয় বিষয়ের তথ্য প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য নোটস প্রদান করা হয়। সর্বোপরি পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করাই হলো আমাদের মূল লক্ষ্য। আশা রাখি আমাদের এই উদ্যোগ আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। Contact us : allnewsinbd2@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *