অনলাইন পড়াশোনা

পড়াশোনা এখন অনলাইনে

অনলাইন পড়াশোনা

পড়াশোনা এখন অনলাইনে

ডিফেন্স

ভারতের নিরাপত্তায় সাগর, মহাসাগর ও দ্বীপসমূহের ভূমিকা

ভারতের নিরাপত্তায় সাগর, মহাসাগর ও দ্বীপসমূহের ভূমিকা
ভারতের নিরাপত্তায় সাগর, মহাসাগর ও দ্বীপসমূহের ভূমিকা

ভারতের নিরাপত্তায় সাগর, মহাসাগর ও দ্বীপসমূহের ভূমিকা

ভারতবর্ষ দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারত মহাসাগরের ওপরে এই ভারতবর্ষের অবস্থান ভারতের উত্তর দিক হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ দিক বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত। ভারতের নিরাপত্তা ভারতের এই উপকূলীয় সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরের ভৌগলিক অবস্থান ভারতের প্রতিরক্ষায়, ব্যবসা বানিজ্য ও ভৌগলিক, সামাজিক পরিবেশে ব্যাপক প্রভাব বিস্তার করে। এছাড়া ভারতের দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই সাগরে রয়েছে আন্দামান নিকবোর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিমদিকে আরবসাগর যার মধ্যে আছে লাক্ষা মিনিবয় দ্বীপপুঞ্জ। এগুলির ক্ষেত্রফল ছোট হলেও রাষ্ট্রীয় নিরাপত্তায় খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

ভারত মহাসাগরের গুরুত্ব-

1. ভারত মহাসাগরের শীর্ষে অবস্থান করে আছে ভারতবর্ষ। দীর্ঘদিন ব্রিটিশদের দ্বারা পরাধীন ছিল, শুধু ভারত নয়। এই তীরবর্তী সমস্ত দেশগুলি উপনিবেশ ছিল, যেখানে ব্রিটিশদের সামরিক ঘাঁটি বর্তমানে আছে যা ভারতের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে। তাই ভারতের নিরাপত্তায় এই অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ।

2. ভারত মহাসাগরের তীরে আরব প্রদেশ অবস্থিত, যেখানে প্রাকৃতিক তৈল ও গ্যাসের ভাণ্ডার তাঁকে কেন্দ্র করে বিশ্বের মহাশক্তি দেশগুলি বেশ প্রতিযোগিতা আছে। তার প্রভাব ভারতের মধ্যে এসেও পড়ে। তাছাড়া এখানে অনেক সন্ত্রাসবাদীর সংগঠন, ভারত মহাসাগরে পরিবহণ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায়।

3. ভারত মহাসাগরের দক্ষিণে অবস্থিত মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুটি স্বাধীন রাষ্ট্র, মালদ্বীপের ওপর প্রথমে ব্রিটিশ আধিপত্য ব্যাপক ছিল। বর্তমানে মালদ্বীপ ও শ্রীলঙ্কার ওপর চীনের আধিপত্য অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এখানে চীন বন্দর গড়ে তুলেছে, সেখানে সামরিক কার্যকলাপ করছে যার ফলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

4. ভারত মহাসাগরের ওপর আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন সর্বদাই আধিপত্য বিস্তার করে রেখেছে। বর্তমানে চীন ও আমেরিকার মধ্যে ব্যাপক প্রতিযোগিতা তা এই অঞ্চলে দেখা যায়। চীনের আগ্রাসন থেকে ভারত এই অঞ্চলকে বাঁচাতে অস্ট্রেলিয়া, আমেরিকা ও জাপানের সাথে মিলে QUAD গঠন করেছে।

দ্বীপপুঞ্জগুলির গুরুত্ব-

ভারতের প্রতিরক্ষায় ভারত মহাসাগরের যেমন গুরুত্ব আছে। তেমনই সাগর, উপসাগর ও দ্বীপপুঞ্জগুলিরও সমান গুরুত্ব আছে, যেমন-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বঙ্গোপসাগরে আন্দামান নিকবোর-

ভারতের দক্ষিণ পূর্ব দিকে বঙ্গপসাগরের মধ্যে রয়েছে আন্দামান নিকবোর দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ থেকে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা নজরদারি করা যায় এবং ভারতের ওপর যেকোনোরকম সামুদ্রিক আক্রমণ এই অঞ্চল থেকে মোকাবিলা করা যায়। তাই আন্দামান নিকবোর দ্বীপপুঞ্জ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লাক্ষাদ্বীপ-

ভারতের দক্ষিণ-পশ্চিমদিকে আরব সাগর এর মধ্যে অবস্থিত লাক্ষা মিনিকয় দ্বীপপুঞ্জ। ভারতের পশ্চিম উপকূল রক্ষার জন্য এই দ্বীপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া এই অঞ্চল দিয়ে সন্ত্রাসবাদীরা প্রবেশ করতে চায়। তাই তাদের মোকাবিলার জন্য লাক্ষাদ্বীপ যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অঞ্চল।

ভারতের দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক জুড়ে বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল সুরক্ষার জন্য ভারত মহাসাগর ও তার দ্বীপপুঞ্জগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ajkersornerdam

'ajkersornerdam.com' একটি এডুকেশনাল ব্লগ। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব, দর্শন, অর্থনীতি, কম্পিউটারসহ যাবতীয় বিষয়ের তথ্য প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য নোটস প্রদান করা হয়। সর্বোপরি পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করাই হলো আমাদের মূল লক্ষ্য। আশা রাখি আমাদের এই উদ্যোগ আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। Contact us : allnewsinbd2@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *