অনলাইন পড়াশোনা

পড়াশোনা এখন অনলাইনে

অনলাইন পড়াশোনা

পড়াশোনা এখন অনলাইনে

শারীর শিক্ষা

স্বাস্থ্য শিক্ষার নীতি গুলি আলোচনা করো।

স্বাস্থ্য শিক্ষার নীতি গুলি আলোচনা করো।

স্বাস্থ্য শিক্ষার নীতি গুলি আলোচনা করো।
স্বাস্থ্য শিক্ষার নীতি গুলি আলোচনা করো।

স্বাস্থ্য শিক্ষার নীতিগুলি হল নিম্নরূপ-

  1. আগ্রহের নীতি-

মানুষের যে বিষয়ের প্রতি আগ্রহ থাকে মানুষ সেই কথায় শুনতে চাই তাই স্বাস্থ্য বিষয়ক শিক্ষাদান ও স্বাস্থ্য বিষয় কর্মসূচি এমনভাবে সংগঠন করা দরকার যাতে সেগুলি মানুষের আগ্রহের সঞ্চার করে।

  1. জানা থেকে অজানা নীতি-

স্বাস্থ্য শিক্ষার কর্মসূচি সর্বদা জানা থেকে অজানা উদ্দেশ্যে হওয়া দরকার এটি শুরু হওয়া উচিত জনগণের জানা অভ্যাস বা মনোভাবের মধ্য দিয়ে এবং ধীরে ধীরে তাদের অজানা আচরণে অভ্যস্ত করা দরকার।

  1. সক্রিয় অংশগ্রহণের নীতি-

স্বাস্থ্য শিক্ষার শিক্ষণ শিখন কর্মসূচি রূপায়ণের অন্যতম প্রধান মাধ্যম হল সক্রিয় অংশগ্রহণ, দলগত আলোচনা, কর্মশেখর পথসভা প্রভৃতি সংগঠনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ধনাত্মক ঋণাত্মক দিকগুলি সম্পর্কে সহজেই জানা যায় এবং মানুষ এই কর্মসূচি গুলিকে সক্রিয় অংশগ্রহণ করতে পারে।

  1. মুক্ত আদান প্রদানের নীতি-

স্বাস্থ্য শিক্ষার শিক্ষককে শিক্ষাদান করে তিনি সর্বদা তাদের মতামত গ্রহণ করে ও দুর্বলতা ও প্রশ্নের নিঃসরণ করে সন্তুষ্ট হবেন।

  1. কার্যের মাধ্যমে শিখনের নীতি-

স্বাস্থ্য শিক্ষার কর্মসূচির মাধ্যমে শিখন এর নীতির উপর নির্ভরশীল হওয়া দরকার। এই শিক্ষা হবে ব্যবহারিক ও ধনাত্মক প্রকৃতির জাতির ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা লাভ করে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  1. দলগত বা গোষ্ঠী নীতি-

স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি গুলিতে ব্যক্তিকে এককভাবে অংশগ্রহণ না করে তার পরিবার গোষ্ঠী, গ্রাম প্রভৃতি বৃহত্তর অংশকে দলবদ্ধ আকারে অংশগ্রহণ করাতে পারলে সর্বাধিক ফলাফল লাভ করা যায়।

ধর্ম থেরাপি বা তাপ চিকিৎসায় বিভিন্ন পদ্ধতি ও প্রয়োগ সম্পর্কে আলোচনা কর-

কোন আঘাত জনিত বা বাহ্যিক কারণে সাধারণত নরম কলার ক্ষেত্রে ক্ষতির সৃষ্টি হলে বাহ্যিক তাপের প্রভাবে যখন তা ছাড়িয়ে তোলা হয় তখন ওই চিকিৎসাকে তাপ চিকিৎসা বা ধর্ম থেরাপি বলে।

উষ্ণতা ব্যবহারের দ্বারা শরীরের কোন অঙ্গে অনধিক স্পন্দন বা স্পর্শীয় বিভাগ বৃদ্ধির মাধ্যমে উক্ত অঙ্গের ব্যথা যন্ত্রণা ও ফোলা দূরীকরণের পদ্ধতিকে বলে উষ্ণ ও তাপীয় চিকিৎসা খেলাধুলা বা ভাবছি কোন প্রত্যক্ষ বা পরোক্ষ আঘাতের ফলে দেহের কোন অঙ্গের চোট আঘাত লাগলে তখন আমরা এই ধর্ম থেরাপি চিকিৎসা ব্যবহার করে থাকি। তাপীয় প্রয়োগ সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। যথা-

a. শরীরের উপরিভাগ বা অগভীর অংশের উষ্ণতা বৃদ্ধি করা

b. শরীরের গভীরে উষ্ণতা বৃদ্ধি করা

ajkersornerdam

'ajkersornerdam.com' একটি এডুকেশনাল ব্লগ। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব, দর্শন, অর্থনীতি, কম্পিউটারসহ যাবতীয় বিষয়ের তথ্য প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য নোটস প্রদান করা হয়। সর্বোপরি পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান করাই হলো আমাদের মূল লক্ষ্য। আশা রাখি আমাদের এই উদ্যোগ আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। Contact us : allnewsinbd2@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *